মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
The Daily Post

খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে পৌর প্রশাসকের মতবিনিময় 

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে পৌর প্রশাসকের মতবিনিময় 

খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। গত বৃহস্পতিবার খাগড়াছড়ি পৌর নির্বাহী কর্মকর্তা পারভীন আক্তার খন্দকারের সঞ্চালনায়  সভাপতিত্ব করেন খাগড়াছড়ি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা। 

এসময় খাগড়াছড়ি পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জহুরল আলম ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি শাহরিয়ার ইউনুছ, খাগড়াছড়ি প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক  সমীর মল্লিক, খাগড়াছড়ি প্রেসক্লাবের অর্থ সম্পাদক রিপন সরকার, আলোকিত পাহাড়ের সম্পাদক ও খাগড়াছড়ি প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাজু, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও  খাগড়াছড়ি প্রেস ক্লাবের নির্বাহী সদস্য জসীম উদ্দিন জয়নাল,  মোবারক হোসনেসহ জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা পৌর শহরের বিভিন্ন সমসাময়িক সমস্যা নিয়ে আলোচনা করেন।

সাংবাদিকরা বলেন, খাগড়াছড়ি শহরকে পর্যটকবান্ধব শহরের ফুটপাট দখলমুক্ত ও পরিচ্ছন্ন শহরে পরিণত করতে পৌর কর্তৃপক্ষকে আহ্বান জানান। একই সঙ্গে উন্নয়ন প্রকল্প গ্রহণের স্বজনপ্রীতি-দুর্নীতিরোধে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান সাংবাদিক নেতারা।

সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, আইন-বিধি মেনে পৌরসভাকে জনবান্ধব করার জন্য যা যা করণীয় তা করা হবে বলে জানিয়ে তিনি আরও বলেন, খাগড়াছড়ি পৌরসভা হবে রাজনৈতিক প্রভাবমুক্ত। সে সঙ্গে নিশ্চিত করা হবে স্বচ্ছাতা ও জবাবদিহিতা সরকারের মূল উদ্দেশ্য স্থানীয় সরকার ব্যবস্থাপনা সংস্কার করে জনমুখী ও কল্যাণকর করা। এজন্য সব সাংবাদিক ভাইদের সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান।

টিএইচ